মালদা

তাপপ্রবাহের জেরে কাহিল সাধারণ মানুষ!

 

দিন যত যাচ্ছে ততই রক্তচক্ষু বেড়ে চলেছে সূর্যের। গরমের হাত থেকে মুক্তি নেই আপাতত। তীব্র তাপপ্রবাহের সম্মুখীন মালদা জেলা। মুক্তির উপায় একটাই গাছ লাগান প্রাণ বাঁচান।

    জেলায় দেখা দিয়েছে তীব্র তাপপ্রবাহ। দুপুরের দিকে বইছে আগুনে বাতাস। তীব্র গরমে নাভিশ্বাস ছুটেছে সাধারণ মানুষের। ঠান্ডা পানীয়জলের সাথে চলছে ডাবের জল সেবন। গরমের হাত থেকে রেহাই পেতে অনেকেই মুখে চোখে দিচ্ছেন ঠান্ডা জলের ঝাপটা। যদিও এখনই এই তীব্র গরমের হাত থেকে বাঁচার কোন আশা এখনও নেই।